পল্লী চিকিৎসক সমিতি পাবনা জেলা শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শেয়ার করুন

শহর প্রতিনিধি : বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি পাবনা জেলা শাখার বর্ষিক সম্মেলন-২০২২ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় পাবনা মেড়িল বাইপাস মোড় নুরজাহান কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

বর্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. শামসুল হক টুকু এমপি। তিনি বলেন পল্লী চিকিৎসক সমিতি একটি ঐতিহ্যবাহী সমিতি। এ সমিতির মাধ্যমে গ্রামীন জনপদের মানুষ সহজে ও দ্রুত স্বাস্থ সেবা পায় সেদিকে লক্ষ্য রেখে আপনারা কাজ করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনার নেতৃত্ব মানেই দেশ ও জাতির উন্নয়নের চিত্র। তাঁর যাদুকরী নেতৃত্বের মাধ্যমে বিশ্বনেতাদের তাক লাগিয়ে দিয়েছেন। বিশ্বমঞ্চে বাংলাদেশের একটা পরিচিতি এনে দিয়েছেন। জাতিসংঘের ঘোষণায় আদায় করে নিয়েছেন বিশ্বের সেরা তৃতীয় সেরা প্রধানমন্ত্রীর মর্যাদা। তাঁর নেতৃত্বে সবই ঐক্যবদ্ধভাবে আমরা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়বো। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি পাবনা জেলা শাখার সভাপতি ডা: মো. আব্দুস সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন।

বর্ষিক সম্মেলনে আরও বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা: মো. সবুজ আলী, সাধারণ সম্পাদক ডা: মো. আক্কাস আলী সহ কেন্দ্রীয় ও জেলা সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তাগণ গ্রামীন স্বাস্থ সেবা আরও উন্নয়ন করতে পল্লী চিকিৎসকদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সেই সাথে বক্তগণ সেবার মান বাড়াতে সরকারের নিকট বিশেষ সুযোগ সুবিধা প্রাপ্তির প্রত্যাশা ব্যক্ত করেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *