পাবনায় ছুরিকাঘাতে এক যুবক নিহত

শেয়ার করুন

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার অনন্ত বাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আরাফাত (১৯) নামে এক যুবক নিহত হয়। সে ওই এলাকার ওমরের ছেলে।

বুধবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে অনন্ত এলাকার মেথর কলোনির দক্ষিণ রাঘবপুরে এ ঘটনা ঘটে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, মেথর কলোনির দক্ষিণ রাঘবপুর এলাকায় বুধবার রাতে আরাফাতকে পেলে শহিদ মেম্বরের অনুসারীরা হামলা চালায়। এ সময় হাঁটুসহ তার শরীরের বিভিন্ন স্থান ছুরিকাঘাতে জখম করা হয়। পরে স্থানীয়রা আরাফাতকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য শহিদ মেম্বরের বাড়িঘরে ভাঙচুর চালিয়ে আগুন দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ ব্যাপারে ওসি আব্দুস সালাম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে এদের মধ্যে ঝামেলা হয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি। এর জের ধরেই এ হত্যাকাণ্ড। ঘটনায় শহিদ মেম্বর ও তার অনুসারীরা জড়িত দাবি করে বিক্ষুব্ধরা শহিদের বাড়িতে আগুন দেয়। ঘটনাস্থলে এসে সেটি নেভানো ও অন্যান্য অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনগত ব্যবস্থা নিয়েছি। অভিযুক্তরা পলাতক, এখনো কাউকে আটক করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রয়েছে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *