সেলিম মোর্শেদ রানা : দেশজুড়ে চলা অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে পাবনায় গেল ২৪ ঘন্টায় ৬ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন জেলা পুলিশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রাজিনূর রহমানের পাঠানো এক বার্তায় জানা যায়, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেফতারকৃতদের এসব তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলো পাবনা সদর উপজেলা রাধানগর মৃত আব্দুল আজিজের পুত্র মোঃ অপূর্ব @ অপু,(২২) ও আটুয়া খাঁ পাড়া বীর মুক্তিযোদ্ধা বৈয়াম খানের ছেলে মো. মজিবুর রহমান খানকে (২৯) গ্রেফতার করা হয়েছে। এছাড়াও চাটমোহর ছোটশালিখা এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে হেলালউদ্দিন (৫১) ও চরসেনগ্রাম মৃত আ: রশিদের ছেলে শাহাদত হোসেন (৪৩) সাঁথিয়া উপজেলার গোপীনাথপুর মৃত নায়েব ব্যাপারীর ছেলে হামিদ ব্যাপারী (৫৫) সুজানগর উপজেলার রাইশিমুল (পশ্চিমপাড়া মহল্লার হোসেন আলী প্রামাণিকের ছেলে আজহার আলী প্রামানিক সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।