সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়ায় পদ্মা নদীতে নৌকা ডুবে নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নৌ পুলিশের দল।
শনিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সাতবাড়িয়া ইউনিয়নের কাঞ্চন পার্ক এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতরা হলেন, পাবনা সদর উপজেলা চরতারাপুর ইউনিয়নের কোলচুরি গ্রামের দুলাল প্রামানিকের ছেলে হৃদয় হোসেন (২৬) এবং আতাইকুলা থানার বনগ্রাম মনিরুজ্জামান মানিকের মেয়ে মৌ খাতুন (২২)। তিন মাসে আগে তাদের বিয়ে হয়েছিল বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে পদ্মা নদী এলাকায় বেড়াতে গিয়ে ২০ থেকে ২৫ জন শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় ওঠেন। নৌকায় থাকা অবস্থায় নদীর মাঝখানে হঠাৎ করে পদ্মা নদীর স্রোতে নৌকাটি ডুবে যায়। সবাই সাঁতরে নদী পার হতে পারলেও স্বামী-স্ত্রী নিখোঁজ হয়।
এ বিষয়ে পাবনার নাজিরগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই জয়ন্ত চন্দ্র দে বলেন, খবর পেয়ে নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্য ও ডুবুরিদল গতকাল থেকেই উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু গতকাল তাদের সন্ধান পাওয়া যায়নি। আজ সকাল থেকে আবারও উদ্ধার অভিযানে নামে তারা। সকাল সাড়ে দশটার দিকে জেলেদের জালে তাদের মরদেহ উদ্ধার করে ডুবুরির দল। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।