পাবনা প্রতিনিধি : ” শ্রমিক মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে ” এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য আয়োজনে পাবনায় মহান মে দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য রেলি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের রশিদ হলে আলোচনা সভায় অংশ নেয়।
বৃহস্পতিবার (১ মে ) পাবনা জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে রশিদ হলে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক মফিজুল ইসলাম।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পাবনার উপমাহপরিদর্শক শেখ আসাদুজ্জামান সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, প্রেসক্লাব পাবনার সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পাবনা জেলা সভাপতি অধ্যাপক রেজাউল করিম, জাতীয়তাবাদী শ্রমিক দলের পাবনা জেলা সভাপতি আব্দুল গফুর,
শফিক গ্রুপের এমডি শফিকুল ইসলাম মাজেদ, স্কয়ার গ্রুপের প্রতিনিধি মাসুদ রানা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নাজিয়া ইসলাম। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম, প্রেসক্লাব পাবনার সহ-সভাপতি শফিউল আলম দুলাল, সিয়াম আব্দুল্লাহ ও আব্দুল্লাসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।