স্টাফ রিপোর্টার : পাবনায় পবিত্র মাহে রমজানে পোশাকের মুল্য বেশি রাখা, সরকারি নিয়ম-নীতি উপক্ষা করে নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরির, কয়েকটি দোকানে খাদ্য পণ্যর মুল্য বেশি রাখার অপরাধে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৯ এপ্রিল-২০২৩ খ্রি.) সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহামুদ হাসান রনির নেতৃত্বে শহরের আওরঙ্গজেব সড়কের অভিজাত বিপণী জনি স্টোর-কে পোশাকের মুল্য বেশি রাখায় ৫ হাজার টাকা, সরকারি বিধি মোতাবেক স্যালাইন এবং খাদ্যপণ্য তৈরি না করার অপরাধে শ্যামলী ফুড প্রোডাক্ট-কে ১ লক্ষ টাকা ও অনন্ত বাজারের ২ টি প্রতিষ্ঠান-কে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মাহামুদ হাসান রনি অভিযান বিষয়ে বলেন, রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ পন্থায় দ্রব্যমূল্য বৃদ্ধি করে থাকে। এজন্য এই মাসে আমাদের বিশেষ অভিযান চালানো হচ্ছে। ভোক্তা পর্যায়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।