স্টাফ রিপোর্টার : পাবনায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। রবিবার ( ১৫ সেপ্টেম্বর-২০২৪ খ্রি. ) বিকেল ৪টায় জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফ আহম্মেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, দৈনিক খবর বাংলার সম্পাদক আলহাজ্ব ডাঃ আব্দুস সালাম, দৈনিক বিপ্লবী সময়ের সম্পাদক ও পাবনা সংবাদপত্র মালিক গ্রুপের সভাপতি সোহেল রানা বিপ্লব, দৈনিক জীবন কথার সম্পাদক আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ, এটিএন বাংলার জেলা প্রতিনিধি ও দৈনিক খবরপত্রের স্টাফ রিপোর্টার মোবারক বিশ্বাস, মাই টিভির জেলা প্রতিনিধি আব্দুল নাহিদ মিয়া, দৈনিক উন্নয়নের কথা সম্পাদক আবুল হাশেম, দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার শামীম আহম্মেদ, দৈনিক স্বতঃকন্ঠের বার্তা সম্পাদক শিউলি আক্তার, সাপ্তাহিক ক্রাইম পেট্রোল জেলা প্রতিনিধি কামরুজ্জামান টিপু, অপরাধ বিচিত্রার জেলা প্রতিনিধি সেলিম মাহমুদ ও আজকের দর্পণের জেলা প্রতিনিধি জুবায়ের খান প্রিন্স প্রমুখ।
সাংবাদিক নেতারা বলেন, ২০২৪ আগস্টের নিহত শহিদ শিক্ষার্থীদের রক্তের দাগ এখনও শুকিয়ে যায়নি। এখনও জেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা সমন্বয় মিটিংয়ে সৈরাচারি নেতৃবৃন্দের উপস্থিতি খুবই দুঃখজনক। দেশ ও জাতির কল্যাণে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে জেলা প্রশাসকের কাছে জোড়ালো দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ। বিগত দিনগুলোতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় টুটি চেপে ধরা হয়েছে। এসব বিষয়ে উত্তরণের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার সুপারিশ করেন তারা। সেই সাথে পাবনার উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, দৈনিক এযুগের দ্বীপ সম্পাদক ওমর আলী সরকার, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ও দৈনিক বাংলাদেশের খবর জেলা প্রতিনিধি শফিক আল কামাল, বিটিভির জেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাঁধন, প্রতিদিনের সংবাদ জেলা প্রতিনিধি খালেকুজ্জামান পান্নু, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির, দৈনিক আজকের খবর জেলা প্রতিনিধি ইকবাল হোসাইন, রাজধানী (আইপি) টেলিভিশনের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম, দৈনিক বাংলার নবককন্ঠ’র জেলা প্রতিনিধি জামিল হোসেন, দৈনিক দিগন্তর জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মোমিন, দৈনিক লাল সবুজের দেশ জেলা প্রতিনিধি নাহিদুজ্জামান, দৈনিক আলোকিত ৭১ সংবাদ জেলা প্রতিনিধি আসিফ মোল্লা, দৈনিক খবর বাংলার স্টাফ রিপোর্টার ইমতিয়াজ ভুঁইয়া, দৈনিক বিপ্লবী সময় স্টাফ রিপোর্টার সালমান রানা, দৈনিক পাবনার আলোর স্টাফ রিপোর্টার সিয়াম আহমেদ ও সাংবাদিক মানিক হোসেনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।