নিজস্ব প্রতিনিধি : পাবনার আতাইকুলায় থানা পুলিশের উদ্যোগে সিএনজি, অটোরিকশা ও অটোভ্যান ছিনতাই প্রতিরোধে মালিক ও চালকদের সঙ্গে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার (২২ আগস্ট) বিকেলে থানা চত্বরে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, তদন্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি ও আতাইকুলা প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাঁধন এবং আর-আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম বিশ্বাস।
এ সময় ওসি জালাল উদ্দিন দিক নির্দেশনামূলক বক্তব্যে বলেন, আপনারা যে সকল সিএনজি, অটোরিক্সা ও অটোভ্যান চালকেরা সড়কে যানবাহন চালান অবশ্যই নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করবেন। অপরিচিত যাত্রীদের যানবাহনে উঠানোর সময় সতর্ক হওয়ার জন্য বলেন এবং কোন কিছু খেতে নিষেধ করেন।এমন মনে হলে তাদের গতিবিধির প্রতি নজর রাখতে বলেন। যদি যাত্রীদের আচরণ সন্দেহমুলক মনে হয় অবশ্যই পুলিশকে জানাতে পরামর্শ দেন। অপরিচিত কোন জায়গায় এবং রাতের অন্ধকারে যাত্রী নিয়ে কোথাও যেতে চালকদের নিরুৎসাহিত করেন। ছিনতাইকরী ও দুষ্কৃতকারীরা বিভিন্ন সময় আপনাদের জান-মালের ক্ষতি করার চেষ্টা করবে। তিনি আরও বলেন বাস ষ্ট্যান্ডে অথবা সড়কের মোড়ে কেউ টোল বা চাঁদাবাজি করলে আবশ্যই পুলিশকে অবহতি করবেন।
এ সময় উপস্থিত ছিলেন আর-আতাইকুলা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ফারুক আহম্মেদ ছবি, সেচ্ছা-সেবক লীগের সভাপতি ছাব্বির বিশ্বাস, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন, ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও ইউনিয়ন পরিষদের সদস্য, সিএনজি, অটোরিকশা, ইজিবাইক মালিক ও চালকগণসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।