পাবনার আতাইকুলায় কোভিড-১৯ টিকা কর্যক্রম পরিদর্শন করেন ওসি জালাল উদ্দিন

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : পাবনায় একযোগে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ টিকা কার্যক্রম। আতাইকুলা থানার ৫টি ইউনিয়নেও ৫টি টিকা কেন্দ্রে কোভিড-১৯ টিকা কার্যক্রম শুরু হলে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিন প্রত্যেকটি টিকা কেন্দ্র পরিদর্শন করেন। একই সাথে তিনি জনগনকে রেজিষ্ট্রেশন করে টিকা নিতে এবং স্বাস্ত্যবিধি মেনে চলতে ও মাস্ক ব্যবহার করতে অনুরোধ জানান।

এসময় উপস্থিত ছিলেন আতাইকুলা প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাঁধন।
এদিকে পাবনা জেলার ৮৪ টি কেন্দ্রে ২২০ টি বুথে অনুষ্ঠিত হয় এই ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। লক্ষ্যমাত্রা ছিলো ২৫ এর অধিক বয়সী ৪৬ হাজার মানুষ। এই ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে ৪৬০ জন টিকাদানকর্মী ও ৬৯০ জন স্বেচ্ছাসেবক অংশ নেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *