নিজস্ব প্রতিনিধি : পাবনার আতাইকুলা থানার সাদুল্লাপুরের তেলিগ্রামে রবিবার (২২’ আগষ্ট) রাত ১০টায় চুরি মাদক ও সন্ত্রাস দমনে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হিসেবে বিশ্বের দরবারে সম্মানের আসনে আমাদের দেশ প্রতিষ্ঠিত হয়েছে। আগেকার চেয়ে আইন শৃংখলা পরিস্থিতি অনেক ভাল অবস্থানে রয়েছে।দেশের মানুষ আজ দুবেলা দুমুঠো ভাত খেয়ে নিশ্চিন্তে দিন যাপন করছে।আপনারা সচেতন থাকুন এবং অন্যদের সচেতন করুন। সবাই মিলে তেলিগ্রামের মতো ছোট্ট একটি গ্রামে চুরি মাদক ও সন্ত্রাস দমনে আমরা আন্তরিকতার সাথে কাজ করবো। আপনাদের ভাল কাজের সাথে আমাকে সব সময় পাশে পাবেন।
এছাড়া আরো বক্তব্য দেন, আতাইকুলা প্রেস ক্লাবের সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাঁধন, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রইস উদ্দিন খান, পাবনা জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির পাভেল প্রমুখ। এ সময় ঐ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।