সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় জাহিদুল মোল্লা (৬০) নামের এক কাঠ ব্যবসায়ীর জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে নাগডেমরা ইউনিয়নের ছোট পাথাইলহাট এলাকার মৃত আবুল হোসেন মোল্লার ছেলে। পুলিশের ধারণা দুর্বৃত্তরা জাহিদুলকে জবাই করে হত্যার পর আতাইকুলা আঞ্চলিক সড়কের পাশে ফেলে রেখেছে যায়।
বুধবার (৯ এপ্রিল) সকালে উপজেলার ডেমরা-আতাইকুলা সড়কের তেবাড়িয়া হাজির বটতলার নিকট থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কেএম হাবিবুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে কাঠের ব্যবসায়িক প্রয়োজনে বাড়ি থেকে বের হয় জাহিদুল। আজ বুধবার সকালে ভাইয়ের মরদেহ পাওয়া কথা শুনে এখানে (ঘটনাস্থল) এসেছি। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমুলক বিচার চাই।
আতাইকুলা থানার ওসি এ কেএম হাবিবুল ইসলাম জানান, বুধবার সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কে বা কারা হত্যা করেছে বিষয়টি তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত জানানো হবে।