পাবনার আতাইকুলায় সিসি টিভির ফুটেজ দেখে মোবাইল চোর গ্রেফতার; চোরাই ফোন উদ্ধার

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : পাবনার আতাইকুলায় সিসি টিভির ফুটেজ দেখে মোবাইল চোর সনাক্তের মাধ্যমে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যানুযায়ী চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, আতাইকুলা বাজারে কবিরের মালিকানাধীন শরিফ ইলেকট্রনিক্স দোকানের সামনে গত ১৭ আগস্ট ২০২১ খ্রি. বেলা সাড়ে ১১টার দিকে আতাইকুলা থানার রতনপুর গ্রামের মৃত মফজেল প্রামানিকের ছেলে মো. আসিফ হোসেন (১৯) একটি Itel L6005 মডেলের স্মাট মোবাইল ফোন অজ্ঞাতনামা ২/৩ জন চোর কৌশলে চুরি করে নেয়। পরবর্তীতে আতাইকুলা বাজারের সিসি টিভির ফুটেজ দেখে মোবাইল ফোন চোরের ছবি সনাক্ত করে অনেক খোজাখুজির এক পর্যায়ে বুধবার (২৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বেড়া থানার শেখপাড়া গ্রামের মো. আরিফুল ইসলাম ওরফে আদু শেখের ছেলে মোবাইল ফোন চোর মো. শুকচাঁদ (২৪) কে আতাইকুলা বাজার থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শুকচাঁদ প্রথম পর্যায়ে মোবাইল ফোন চুরি করার কথা স্বীকার করে এবং তার নিকট থেকে দুইটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদে পাবনা শহরের মন্ডলপাড়া ভাড়া বাসা থেকে আরও ৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আসামীর বিরুদ্ধে আতাইকুলা থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং-০৯, তারিখ-২৬/০৮/২০২১ খ্রি.।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *