পাবনার ঈশ্বরদীতে পুকুরে সাঁতার শিখতে গিয়ে যুবকের মৃত্যু

শেয়ার করুন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পুকুরে সাঁতার শিখতে গিয়ে সেনাবাহিনীতে সদ্য নিয়োগ পাওয়া রাসিব হাসান ইমন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়।মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরাকামারী মাথালপাড়ার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ইমন ঐ এলাকার সিরাজুল ইসলামের ছেলে এবং ঈশ্বরদী সরকারী কলেজের এ বছরের এইচএসসি পরিক্ষার্থী।

নিহত ইমনের মামা নাসির হোসেন জানান, ইমন কিছুদিন পূর্বে সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ পায়। নিয়োগের পর থেকেই গত ৬ দিন ধরে চরমিরকামারী কাজিপাড়ার ওই পুকুরে সাঁতার শিখতে যেতো। মঙ্গলবার দুপুরে প্রতিদিনের ন্যায় সাঁতার শেখার এক পর্যায়ে সে পুকুরের পানিতে তলিয়ে গিয়ে নিঁখোজ হয়। স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেলে পরে ঈশ্বরদী থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের সহায়তায় রাজশাহী থেকে ডুবুরি দল আনা হয়। তারা প্রায় সাড়ে ৩ ঘন্টা অভিযান শেষে সন্ধ্যা ৫.২০ মিনিটে পুকুর থেকে ইমনের মরদেহ উদ্ধার করে।

ইমনের বাবা সিরাজুল ইসলাম জানান, আমার ছেলের সেনাবাহিনীতে চাকরি হয়েছে। কিছুদিন পড়েই প্রশিক্ষণে চলে যাবে, প্রশিক্ষণে যাওয়ার আগে কয়েকদিন যাবত পুকুরে সাঁতার শিখতে যেতো।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম অবস্থান পাঠানো হয়। সেখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ সহযোগী হিসেবে কাজ করে নিহতের মরদেহ উদ্ধার করে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *