মুক্ত চেতনা ডেস্ক : পাবনার জেল খানায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।
দিবসটিতে রোববার (১৫ আগষ্ট) বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, জাতীয় পতকা অর্ধনমিত রাখা, আলোচনা সভা, কোরানখানী, দোয়া মাহফিলসহ নান কর্মসুচী পালন করেন। জেল সুপারের উদ্যোগে পহেলা আগস্ট থেকে কোরআন খতমের আয়োজন করা হয়। শোক দিবসে জেলা পরিষদ চত্তরে “বঙ্গবন্ধু ম্যুরাল” এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও জেল খানার হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন হয়।
জেল সুপার শাহ আলম খান এর সভাপতিত্বে কর্মসুচীতে অংশ গ্রহন করেন জেলার আব্দুলাহেল আল আমিন, ডেপুটি জেলার সাখাওয়াত হোসেন, ডেপুটি জেলার মো. মেহেদী ও জেলে অবস্থানকৃত বন্দীরা।