পাবনার বেড়ায় ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

শেয়ার করুন

সাঁথয়িা (পাবনা) প্রতিনিধি : পাবনার বেড়ায় বিয়ে ভাঙ্গাকে কন্দ্রে করে আপন ভাতিজার লাঠির আঘাতে চাচা হাতিম (৫৫) নিহত হওয়ার ঘটনা ঘটেছে বলে জানা যায়।

রোববার (২২’ আগস্ট) রাত নয়টার দিকে পাবনার বেড়া পৌরসভার বাঙ্গাবাড়য়িা এলাকায় এ ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় চাচা হাতিমকে প্রথমে বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর অবস্থার আরও অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে চাচা হাতিম মারা যাওয়ার খবর পাওয়া যায়। নিহত হাতিম বেড়া পৌরসভার বাঙ্গাবাড়য়িা এলাকার মৃত আফছার প্রামানিকের ছেলে।

পুলশি ও স্থানীয় সূত্রে জানা যায়, বেড়া পৌরসভার ৮ নং ওর্য়াডের বাঙ্গাবাড়িয়া গ্রামের বাতেন প্রামানিকের ছেলে সজিবের বিয়ে ঠিক হবার পর হঠাৎ কনে পক্ষের লোকজন কোন কারণবশত বিয়েটি না দেওয়ার সিদ্ধান্ত নেয়। বিয়ে ভাঙ্গার ঘটনায় তার আপন চাচা হাতিমের যোগসাজেস আছে বলে ভাতিজা সন্দেহ করে। রোববার সন্ধ্যায় তারা পারিবারিক ভাবে বাড়িতেই একটি ঘরোয়া বৈঠকে বিষয়টি সমাধানের জন্য বসেন। বৈঠকে সজিব অনুপস্থিত থাকায় তার দুই ভাই সুরুজ আলী (৩৪) ও সাকিল (৩২) সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকের সিদ্ধান্ত না মেনে সজিবের দুই ভাই সাকিল ও সুরুজ ক্ষিপ্ত হয়ে চাচা হাতিমের উপর লাঠিশোঠা নিয়ে অর্তকিত হামলা চালায়। লাঠির গুরুত্বর আঘাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বেড়া মডলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য সজিবের দুই ভাই সাকিল এবং সুরুজকে আটক করা হয়েছে। অভিযোগ প্রমানিত হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *