স্টাফ রিপোর্টার : পাবনার বেড়ায় বিভিন্ন এলাকায় ভ্রম্যমান অভিযান পরিচালনা করে নগদ ১ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বুধবার (২৯ মার্চ-২০২৩ খ্রি.) গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ সময় ধরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি এবং র্যাব পাবনা ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার তৌহিদুল মবিন খান ও স্কোয়াড কমান্ডার কিশোর রায়ের নেতৃত্বে র্যাবের একটি চৌকস দল ভ্রম্যমান অভিযান পরিচালনা করে।
সরকারি বিধি অমান্য, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়, ঔষধের মুল্য টেম্পারিং এবং অসাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় পাবনার বেড়া কাশিনাথপুর বাজারের মেসার্স কাওসার ফার্মেসী কে ৩০ হাজার টাকা, ক্রিসেন্ট ফার্মা কে ৫০ হাজার টাকা, মোবারক হোটেল কে ২০ হাজার টাকা, দাদা ভাই ও নিখিল মিষ্টান্ন ভান্ডার কে ৩০ হাজার টাকা, সততা মিষ্টান্ন ভান্ডার কে ২০ হাজার টাকা এবং আদী নিখিল ভান্ডারকে ৪০ হাজার টাকা সহ মোট ১ লক্ষ ৯০ হাজার টাকার জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি-কে অভিযান বিষয়ে জানতে চাইলে তিনি বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।