পাবনার বেড়ায় ১০ বছরের শিশু নির্যাতনের ঘটনায় দৃষ্টান্তমূলক বিচারের দাবি পরিবারের

শেয়ার করুন

পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলায় চতুর্থ শ্রেণীর এক শিশুকে অমানসিক নির্যাতন করেছে প্রতিপক্ষের লোকজন। এ ব্যাপারে থানায় মামলা না নেয়ায় এবং নারী ও শিশু নির্যাতন দমন কোর্ট বন্ধ থাকায় বিচার না পেয়ে মানসিক ভাবে দুশ্চিতায় ও আশংকায় রয়েছে শিশুর মা স্কুল শিক্ষিক মোখলেসা শারমিন্দ দিবা।

গত ১৬ ডিসেম্বর দুপুর ২ টার দিকে পাবনার বেড়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের জোড়াদহ গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের স্বীকার বেড়া পৌরসভার জোড়াদহ এলাকার মোখলেসা শারমিন্দ দিবার ১০ বছরের ছেলে শিশু দারুল আরকাম মাদ্রাসার ছাত্র।

ঘটনা সুত্রে জানা যায়, শিশুটির মা মোখলেসা শারমিন্দ দিবা এবার বেড়া পৌরসভা নির্বাচনে মহিলা কাউন্সিরর প্রার্থী হয়ে নির্বাচন করে। অপর দিকে নির্যাতন কারী আলামিন কবির জয় ও সুস্মিতা কবির ঐশির মা আইরিন পারভীন মুন্নী একই পদে নির্বাচন করে। নির্বাচনে হেরে গিয়ে প্রতিহিংসা পরায়ন হয়ে গত ১৬ ডিসেম্বর শিশুটিকে রাস্তা থেকে তুলে তাদের বাড়ীতে নিয়ে গিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করে। শিশুর চিৎকারে এলাকার লোকজন জানতে পেরে উদ্ধার করে। পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে শিশুর মা মোখলেসা শারমিন্দ দিবা বলেন, আমার বাচ্চা হেফজ খানায় লেখাপড়া করে। আমার ছেলেকে অপহরণ করা হয়েছিল। ব্যাপক নির্যাতন করা হয়েছে শরীরের অনেক জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে। আমার বাচ্চা বর্তমানে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্থ। চিকিৎসা করানো হচ্ছে। আমি এর দৃষ্ঠান্তমুলক শাস্তি চাই।

এ ব্যাপারে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার বলেছেন, ঘটনার বিষয়টি জানি আমার সার্কেল স্যার ও বিষয়টি জানেন। আমরা বসে এর একটা সমাধানের কথা বলেছিলাম সেটা হয়নি। এজাহারে ক্রুটি থাকায় গ্রহন করা হয় নাই।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *