পাবনার বেড়া পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : পাবনার বেড়া পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এ্যাড. শামসুল হক টুকু এমপি’র ছেলে এ্যাড. আসিফ শামস রঞ্জন ২১,৮৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি বর্তমান মেয়র আব্দুল বাতেন ৩৬৬০টি ভোট ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রাথী এ এইচ এম ফজলুর রহমান পেয়েছেন ৩৪৭৯টি ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী সাদিয়া আলম (মোবাইল ফোন) পেয়েছেন ২২৫টি ও কে এম আব্দুল্লাহ পেয়েছেন (জগ) ৮১৭টি ভোট।

রবিবার (২৮’ নভেম্বর) ২০২১ খ্রি. বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছিলেন স্থানীয় সাংসদ শামসুল হক টুকু’র ছেলেসহ ৩জন স্বজন। এমপি’র ছেলে আসিফ শামস রঞ্জন ছিলেন আওয়ামী লীগের দলীয় মনোয়ন প্রাপ্ত প্রার্থী।নিজ স্বজনদের মধ্যে ৩জন প্রার্থী হওয়ায় নির্বাচনে অপ্রীতিকর ঘটনা ঘটার শঙ্কায় ছিলেন অনেকেই। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তার কারণে সব জল্পনা কল্পানার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ শেষ হয়।

নির্বাচনে বিজয়ী মেয়র প্রার্থী এ্যাড. আসিফ শামস রঞ্জন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই ধারাবাহিকতা রক্ষায় নৌকার মার্কায় ভোটাররা সুষ্ঠ পরিবেশে ভোট দিয়ে আমাকে বেড়া পৌরসভার মেয়র নির্বাচিত করেছেন। আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমাকে দলীয় মনোয়ন দেয়ার জন্য।সেই সাথে বেড়া বাসীরে প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করি তারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন।

নির্বাচনে বে-সরাকারি ফলাফল পাওয়ার সাথে সাথে আওয়ামীলীগ ও সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান নব নির্বাচিত মেয়রকে। সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ কেন্দ্রীয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকনসহ পাবনায় একাত্তরের বীর মুক্তিযোদ্ধাগণ শহর থেকে বেড়ায় গিয়ে নির্বাচনী প্রচারনায় অংশ গ্রহন করায় তাদরকেও আন্তরিক ধন্যবাদ জানান বিজয়ী মেয়র এ্যাড. আসিফ শামস রঞ্জন। এ সময় বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকনসহ তার সফরসঙ্গীবৃন্দ ফুলের মালা দিয়ে নব নির্বাচিত মেয়রকে বরণ করেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *