ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত গুমানি নদীর কৈডাঙ্গা রেল ব্রিজের নিম্নাঞ্চল এলাকার মৎস্যজীবীদের জালি কাঠা ঘের তুলতে গিয়ে অজ্ঞাত মৃত ব্যক্তির বস্তাবন্দী কঙ্কালের সন্ধান মিলেছে।
এলাকাবাসী ও পুলিশসূত্রে জানা যায় বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে কৈডাঙ্গা নদীপাড়ার শিপন, সালমান এর বন্ধুরা মিলে গুমানি নদীর কৈডাঙ্গা রেলব্রিজের নিম্নাঞ্চলে তাদের পূর্বের ঘিরে রাখা জালি কাঠার ঘের তুলে মাছ ধরা শুরু করে। এক পর্যায়ে ডালপালা পরিষ্কার করতে গিয়ে নদীর তলদেশ থেকে মুখ বাঁধাই একটি বস্তা তাদের জালে প্যাচিয়ে ওঠে। বস্তাটির মুখ খুলতেই বেরিয়ে আসে একজন পূর্ণাঙ্গ মানব দেহের কঙ্কাল সমুহ।
কঙ্কাল প্রাপ্তির বিষয়টি স্থানীয় থানা পুলিশকে জানানো হয়। সংবাদ পেয়ে পাবনার সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) মো. সজীব শাহরীন, ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. ফয়সাল বিন আহসান সঙ্গীয় ফোর্সসহ ভাঙ্গুড়া ইউনিয়ন চেয়ারম্যান মো. গোলাম ফারুক টুকুন ঘটনাস্থলে উপস্থিত হয়।
পুলিশ তাৎক্ষণিকভাবে লিঙ্গ, বয়স নির্ধারণে ডিএনএ পরীক্ষার জন্য কঙ্কালগুলো মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে ভাঙ্গুড়া থানায় সাধারণ মামলা দায়ের (জিডি) হয়।