পাবনার মধুপুরে বাস উল্টে ২ নারী নিহত; আহত ২০

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : পাবনার আতাইকুলায় বাস উল্টে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। চালক বাস চালানোর সময় মোবাইল ফোনে কথা বলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন আহত যাত্রীরা।

আজ বৃহস্পতিবার (২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার মধুপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- পাবনার সুজানগরের সুলতানা খাতুন (২৭) ও আতাইকুলার মোর্শেদা বেগম (৭০)।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সময় সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে পাবনায় যাচ্ছিল মুহাম্মদ এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব ১৪-০৬৯৪) নামের একটি বাস। পাবনা-কাশিনাথপুর মহাসড়কের আতাইকুলার মধুপুর গোরস্তানের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই দুই নারী নিহত হন। গুরুতর আহত অন্তত ২০ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মাধপুর হাইওয়ে পুলিশ ২ জনের মরদেহ উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, বাসের আহত যাত্রীরা পুলিশে জানিয়েছেন, বাস চালানোর সময় চালক মোবাইল ফোনে কথা বলছিলেন। যাত্রীরা নিষেধ করলেও শোনেননি তিনি। এ কারণে দুর্ঘটনা ঘটেছে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *