পাবনার সাঁথিয়ায় অক্সিজেন সেবা কার্যক্রম উদ্বোধন

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুক-অধ্যাপক লুৎফুুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত মুমূর্ষ রোগীদের জন্য জরুরী ভিত্তিতে অক্সিজেন সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়।

সোমবার (১৯’ জুলাই) দুপুরে সাঁথিয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অক্সিজেন সেবা কার্যক্রমের ভার্চুয়ল উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকবেলায় বাংলাদেশ অন্যন্য দেশের তুলনায় অনেক অগ্রগামী। তিনি ঘোষণা দিয়েছেন দেশের কোন মানুষ ভ্যাকসিন বঞ্চিত হবেননা। তিনি ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগে সাধুবাদ জানিয়ে বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুসারে দলীয় নেতা-কর্মীদের সব সময় অসহায় মানুষের পাশে থাকার আহবান জানান।

ফাউন্ডেশনের সভাপতি এ্যাড. এস এম আসিফ শামস রঞ্জনের সভাপতিত্বে অনলাইনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাড. শামসুল হক টুকু এমপি। এ সময় আরও বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা আ’লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাধারন সম্পাদক তপন হায়দার সান, সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুল ফোরদৌস বৈশাখী, সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম প্রমুখ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *