নিজস্ব প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও দেশ বরেণ্য শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত স্যামসন এইচ চৌধুরী ও শহীদ বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম মোস্তফা কামালের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুটি সড়কের নাম ফলক উন্মেচন করা হয়।
শনিবার (২৫’সেপ্টেম্বর) পাবনা সুজানগর উপজেলার পৌর এলাকার সড়ক দুটির নাম ফলক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অ্যাটকোর সভাপতি ও স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। এর মধ্যে সুজানগর পৌর এলাকা প্রবেশ মুখ থেকে শুরু হয়ে শহরের শেষ প্রান্ত মুজিব বাঁধ পর্যন্ত সড়কের নাম করণ করা হয় প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর নামে এবং উপজেলা অফিস চত্বরে অপর একটি সড়কের নাম করণ করা হয় শহীদ বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম মোস্তফা কামালের নামে।
শেষে বীর মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণে সুজানগর উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় যোগ দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।
উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় আওয়ামীল নেতা কামরুজ্জামান উজ্জল, জেলা আওয়ামী লীগরে যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. বেলায়েত আলী বিল্লু, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল ওহাব, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি প্রমুখ।