পাবনা প্রতিনিধি : পাবনায় আস্ত্র গুলি ও অবৈধ নেশাজাতীয় দ্রব্য ১’শ পিস ইয়াবা ট্যাবলেট ও এক কেজি গাঁজাসহ আফজাল হোসেন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে মালঞ্চী ইউনিয়নের বিলকোলা গ্রামের আবু বক্কর প্রামাণিকের ছেলে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে পাবনা সদর উপজেলার মালঞ্চী ইউনিয়নের মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ। রাতে জেলা পুলিশের পক্ষ থেকে এক অনলাইন বার্তায় এসব তথ্য জানানো হয়।
পাবনার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আফজাল হোসেনকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। তার কাছে থাকা এক কেজি গাঁজা ও ১’শ পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়া ৬ রাউন্ড গুলিসহ আট চেম্বারের একটি রিভলবার উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।