সংবাদদাতা : পাবনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচনে ১৩টি পদের মধ্যে পূর্ণ প্যানেলে সম্মিলিত আইনজীবি পরিষদ মনোনীত মুক্তা-আহাদ বাবু পরিষদ বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি ২০২৩ খ্রি.) ভোট গণনা শেষে রাত ১২ টায় ফলাফল ঘোষণা করেন আইনজীবী সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আব্দুর রহিম খান।
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৩৬০ ভোটারের মধ্যে ৩৩৯ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে মো. আকতারুজ্জামান মুক্ত ২৩৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট মো. আব্দুস সাত্তার (বিএনপি) পেয়েছেন ১০১ ভোট। সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু ২৩৬ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট আরশেদ আলম (বিএনপি) পেয়েছেন ৯২ ভোট।
সহ-সভাপতি-১ পদে জাফর আলতাব(২৩৮), সহ-সভাপতি-২ পদে মো. আব্দুল হক খান (২১২) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কোষাধ্যক্ষ পদে লেমন গোলাম নবী (২১৬), যুগ্ন সম্পাদক (উন্নয়ন) আবু বকর সিদ্দিক (২০৬), যুগ্ম-সম্পাদক (লাইব্রেরি) পদে মাহবুবুর রহমান সোহাগ ( ২৩১), যুগ্ম-সম্পাদক (সংস্কৃতি) পদে তৌহিদ হাসনায়েন (২১২), অডিটর পদে ফারজানা পারভিন (২৩৩), কার্যনির্বাহী ৪টি সদস্য পদে মো. নুরুজ্জামান নোমান (২৪৬), হাসনাত ইলিয়াস মেরী (২৩২), রাশিদুল ইসলাম রাশেদ মৃধা (২৩২) এবং রাজিব চৌধুরী (২০৮) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।