মুক্ত চেতনা ডেস্ক : পুরস্কার বিতরণ, গুণীজন সম্মাননা ও প্রকাশনা উৎসবের মধ্যে দিয়ে বাংলাদেশ কবিতা সংসদের উদ্যোগে আন্তর্জাতিক বাঙালী সাহিত্য সম্মেলন’১৪২৮ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১০’মার্চ) বিকেলে পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্ত্বর (সাবেক টাউন হল মুক্তমঞ্চ) বই মেলায় আন্তর্জাতিক বাঙালী সাহিত্য সম্মেলন’১৪২৮ শুভ উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাহিত্যিক কবি মজিদ মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-সিরাজগঞ্জ নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি। পাবনার সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ কারুজ্জামান’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা জাতীয় রাজস্ব বোর্ড সদস্য মিসেস শাহীন আক্তার, ময়মনসিংহ কবি গীতিকার ও নাট্যভিনেতা ফরিদ আহমেদ দুলাল, দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, ভারতের পশ্চিমবঙ্গ পূর্ব বর্ধমানের কবি সুকুমার বন্দোপাধ্যায়, চট্টগ্রামের ত্রিতরঙ্গ মহাসচিব কবি শাওন পান্থ, বাংলা একাডেমী ঢাকার সদস্য কবি ডা. সারাহ বানু শুচি ও মাসিক অনস্য কথা সম্পাদক মাহফুজ আলী কাদেরী প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কবিতা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মানিক মজুমদার। সঞ্চালনা করেন আবৃত্তি শিল্পী আসাদ বাবু ও ভারতের বাচিক শিল্পী তাপসী সিংহ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভারতের কবি, সাহিত্যিক সঙ্গীত শিল্পী, গণ মাধ্যম কর্মি প্রমুখ।