পাবনায় ইউপি নির্বচনকে কেন্দ্র করে সংঘর্ষে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নিহত; আহত ১০

শেয়ার করুন

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার ভাঁড়ারায় আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন মিয়া নিহত হয়। এ সময় ২জন গুলিবিদ্ধসহ আহত হয় আরও অন্তত ১০ জন।

শনিবার (১১’ ডিসেম্বর) সকাল ৯টার সময় উপজেলার ভাঁড়ারা চারাবটতলা এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াছিন আলী (৩৫) কে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে তিনি মারা যান।

পুলিশ ও প্রত্যদর্শীরা জানায়, ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা নিয়ে স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহামুদ খান সমর্থক ও নৌকা প্রতিকের আবু সাঈদ খান সমর্থকদের মধ্যে অর্তকিত গুলাগুলি শুরু হয়। এ সময় আরেক স্বতন্ত্র প্রার্থী ইয়াছিন আলী গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয়।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *