শহর প্রতিনিধি \ বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত কবি ওমর আলী’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পাবনায় স্মরণ সভার আয়োজন করা হয়।
শুক্রবার (০৩’ডিসেম্বর) বেলা ১১টায় পাবনা জেলা পরিষদের রশিদ হলে স্কুল অব ক্রিয়েটিভ আর্টস ও বাংলাদেশ কবিতা সংসদ পাবনা স্বরণ সভার আয়োজন করে।
প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান’র সভাপতিত্বে স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ূর রহমান।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভাস্কর চৌধুরীর সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য দেন প্রাবন্ধিক ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন কথাসাহিত্যিক আব্দুল মান্নান সরকার, ঔপন্যাসিক সাইদ হাসান দারা। স্বাগত বক্তব্য দেন কবি আদ্যনাথ ঘোষ।
স্বরণ সভায় স্কুল অব ক্রিয়েটিভ আর্ট’র সভাপতি চলচ্চিত্র নির্মাতা দেওয়ান বাদল প্রমুখ, বাংলাদেশ কবিতা সংসদ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি মানিক মজুমদারসহ কবি, সাহিত্যিক ও সংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
কবি ওমর আলী’র স্মৃতিচারণ করে কবিতা পাঠ করেন আগত অতিথিবৃন্দ ও কবি সাহিত্যিকগণ।
শেষে কবি ওমর আলীর জীবন ও কর্ম নিয়ে দেওয়ান বাদল ও তৌসিফ সাঈদ নির্মিত প্রামান্যচিত্র “নিঃশব্দ বাড়ি” প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।