মুক্তচেতনা রিপোর্ট ॥ পাবনার চাষীরা ফল, শাক সবজী এবং অন্যান্য ফসল চাষের মাধ্যমে অধিক লাভবান হয়ে তাদের ভাগ্যবদলাতে পারে। কৃষি সম্প্রসারণ বিভাগ সহ অন্যান্য কৃষি সংশ্লিষ্ট বিভাগের এই বিষয়ে ভূমিকা যথেষ্ঠ গুরুত্ববহন করছে। এক্ষেত্রে পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ডা. জামাল উদ্দীন ঘন ঘন মাঠ পরিদর্শন, কৃষকদের সাথে দলীয় বৈঠক, উঠান বৈঠকসহ কৃষি উন্নয়নে কৃষকদের মাঝে নিবিড় যোগাযোগের মাধ্যমে পাবনার কৃষিকে সমৃদ্ধ করার ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
পাবনায় জেলার সকল উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তাদে নিয়ে মঙ্গলবার (২৫ জুলাই ২০২৩ খ্রি.) দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনের বিষয়বস্তু ছিলো কৃষক প্রশিক্ষনে কৃষক নির্বাচন, পাক্ষিক উপসহকারি কৃষিকর্মকতাদের বিষয় ভিত্তিক প্রশিক্ষণ, কৃষকদের মধ্যে ফল বাগান স্থাপনের আগ্রহ সৃষ্টি করাসহ অপ্রচলিত মসলা ফসলের আবাদ বৃদ্ধি, নতুন জাত ও প্রযুক্তি বিস্তারে প্রদর্শনী সফলভাবে বাস্তাবায়নের কৌশলসমূহ, সার ব্যবস্থাপনা আইন ২০০৬, বালাইনাশক আইন ২০১৮, নার্সারী গাইড লাইন ২০০৮ অনুযায়ী নার্সারী নিবন্ধীকরণে কর্তৃপক্ষের করনীয়, বালাইনাশক আইন ২০১৮ নিয়ে দলীয় উপস্থাপনা সরেজমিরনে বালাইনাশক পরিদর্শনে পরিদর্শকের কর্তব্য ও দায়িত্বাবলী এসব বিষয়গুলো নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জামাল উদ্দিন, প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন দপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদমো.রোকনুজ্জামান, অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) কৃষিবিদমো. আব্দুল মজিদ, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মো. নুরে আলম প্রশিক্ষকগন পাওয়ার পয়েণ্টের মাধ্যমে তাদের কার্যক্রম উপস্থাপন করেন। প্রশিক্ষণে চলমান রোপা আমন মৌসুমের রোগ,পোকা মাকড়, আলোকফাঁদ সহ কৃষি তাত্বিক বিষয়। ফসলের বীজ কৃষক পর্যায়ে তৈরি করতে করনীয়। লাভজনক নতুন ফসল ও প্রযুক্তিতে কৃষককে উবুদ্ধ করণ। এছাড়া কৃষি বান্ধব সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। আন্তরিকভাবে কাজ করার জন্য বিভিন্ন নির্দেশনা প্রদান ও অন্যান্য বিষয়ে আলোচনা হয়।