পাবনায় জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : “পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংরাদেশ গঠন” এই প্রতিপাদ্যে নিয়ে পাবনায় উদযাপিত হয় জাতীয় পরিসংখ্যান দিবস।

দিবসটি উপরক্ষে সোমবার (২৭ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি.) পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপাস্থাপন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. শামীম রেজা। প্রেজেন্টেশন উপাস্থাপন করেন পাবনা পরিসংখ্যান কার্যালয়ের উপ পরিচালক উজ্জল কুমার দাস।

জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনর সভাপতিতে সভায় অংশ গ্রহন করেন- অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, জোড়াবাংলা সম্পাদক আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, বাসস ও ভোরের কাগজ প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, সিনিয়র তথ্য কর্মতকর্তা মো. সামিউল আলম, জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী, পরিবার পরিকলাপনা কর্মকর্তা ডা. নাজমুস সাকিব, আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের এডি মাজহারুল হক প্রমূখ।
সুত্রে জানা যায়, পাবনা জেলায় মোট জনসংখ্যা ২৯ লক্ষ ৯ হাজার ৬২২ জন। এর মধ্যে গ্রামে বসবাস কওে ২২ লক্ষ ৬৮ হাজার শহওর বাসবাস কওে ৬ লক্ষ ৪০ হাজার। মুসলমান ৯৭.১৮, হিন্দু ২,৫৫ খ্রিষ্ঠান ০.২২ , অন্যান্য ০.০৪ জন। স্বাক্ষরতার হার৭০.৩৮।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *