পাবনায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

শেয়ার করুন

পাবনা প্রতিনিধি : পাবনায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা রবিবার (১৮ ডিসেম্বর ২০২২ খ্রি.) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সুত্রে জানা যায়, পাবনা জেলা শতভাগ বিদুৎয়ান রয়েছে এবং পল্লী বিদুৎ সমিতি এপিতে দ্বিতীয় হয়েছে। বর্তমানে কোন লোড সেডিং নাই। জেলাতে ২৬১টি কমিউনিটি হাসপাতালের কাজ ভালোভাবে চলছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে রয়েছে। পতিত জমি চাষ আবাদ করার গুরুত্ব দেয়া হয়। সকলের সমন্বয়ে জেলার উন্নয়ন তরান্বিত করতে সিদ্ধান্ত হয়।

জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদে প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আকতার, সিভিল সার্জন ডা. মনিসর চৌধরী, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মন্ডল, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, গনপুর্ত বিভাগের প্রকৌশলী আব্দুস সাত্তার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ কুমার, বিআরডিবির চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার, জেল সুপার নসির উদ্দিন প্রধান, জেলা মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ, সিনিয়র তথ্য কর্মতকর্তা মো. সামিউল আলম, পাবনা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, বিসিকের ডিজিএম রফিকুল ইসলাম প্রমূখ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *