নিজস্ব প্রতিনিধি : পাবনায় মুজিব শতবর্ষ উপলক্ষে জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় চারদিন ব্যাপী রেটিং দাবা লীগ খেলার সমাপনী আলোচনাসভা ও পুরুস্কার বিতরণী মঙ্গলবার (১২ অক্টোবর) সন্ধ্যায় পুলিশ লাইনস হলরুমে অনুষ্ঠিত হয়। এর আগে প্রথম দিনের খেলা উদ্বোধন করেছিলেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন বিপিএম পিপিএম।
জেলার ৯টি উপজেলা থেকে ১১টি দাবা দলের প্রায় ৫৫ জন অভিজ্ঞ নবীন এবং প্রবীন দাবারু এবারের খেলাতে অংশ গ্রহন করেন। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম রাউন্ড ও দুপুর ২টা থেকে বিকেল ৫টা থেকে দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।
খেলার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মোহম্মদ মহিবুল ইসলাম খান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, প্রেসক্লাব সম্পাদক সৌকত আফরোজ আসাদ, বাংলাদেশ দাবা ফেডারেশনের সদস্য ক্রীড়া সংগঠক রাশেদ হোসেন ফারুক রনী ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শহীদুল ইসলাম মানিক প্রমুখ।
এবারের খেলায় চ্যাম্পিয়ন হয় মহামেডান স্পোর্টিং ক্লাব পাবনা ও রানার আপ হয় ঈশ^রদী দাবাদল। তৃতীয় স্থান অধিকার করে সাঁথিয়া উপজেলা ক্রীড়া সংস্থা, চতুর্থ হয় পাবনা দাবা ক্লাব ও পঞ্চম স্থান অধিকার করেন নোঙর দাবা ক্লাব।