নিজস্ব প্রতিনিধি : ডিজিটাল নিরাপত্তা আইনে পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সময় টিভি ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে মৌন মিছিল করেছে পাবনার সাংবাদিকরা।
পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
রোববার (০৮’ আগস্ট) দুপুরে পাবনা প্রেসক্লাব থেকে একটি মৌন মিছিল শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। পরে পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের কাছে স্মারকলিপি পেশ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মীর্জা আজাদ, সহসভাপতি শহীদুর রহমান শীহদ, প্রেসক্লাবের সহসম্পাদক তপু আহমেদ, প্রেসক্লাবের অর্থ সম্পাদক সুশীল তরফদার, কল্যাণ সম্পাদক সরোয়ার উল্লাস, ক্রীড়া সম্পাদক কলিট তালুকদার, সাহিত্য সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, বাংলাদেশ সাংবাদিক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা রিপোর্টার্স ইউনিটির সম্পাদক কাজী বাবলা, পাবনা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিজভী জয়, সাংবাদিক রফিকুল ইসলাম সুইট, মুস্তাফিজ রাসেল, মীর্জা পার্থ হাসান ও সেলিম মোর্শেদ রানা প্রমুখ।