শহর প্রতিনিধি : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২১ উদযাপন উপলক্ষে “নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তর পাবনা কার্যালয়, ন্যাশনাল ডেভেলপমেনট প্রোগ্রাম (এনডিপি) ও বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার পক্ষ থেকে এসব কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫’নভেম্বর) সকাল ৯টায় পাবনা জেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধন শেষে বেলা ১১টায় জেলা পরিষদের রশিদ হলে আলোচনা সভায় অংশ গ্রহন করেন উপস্থিত নেতৃবৃন্দ।
বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি পূরবী মৈত্র এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তর পাবনা কার্যালয়ের উপ-পরিচালক কানিজ আইরিন জাহান। তিনি বলেন নারী নির্যাতন প্রতিরোধে সকল ঐক্যবদ্ধভাবে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
মহিলা বিষয়ক অধিদপ্তর পাবনা, উপ-পরিচালক কার্যালয়ের প্রশিক্ষক সৈয়দা নাহিদ আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. কামরুন্নাহার জলি। স্বাগত বক্তব্য দেন ন্যাশনাল ডেভেলপমেনট প্রোগ্রাম (এনডিপি) বাংলাদেশে বাল্য বিবাহ প্রতিরোধ প্রকল্প বিভাগীয় ব্যবস্থাপক সাব্বির আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর পাবনা কার্যালয়, ন্যাশনাল ডেভেলপমেনট প্রোগ্রাম (এনডিপি) ও বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার কর্মকর্তা ও নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধি প্রমুখ।