পাবনা প্রতিনিধি : পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, মসজিদের ইমাম, ইপিজেড কর্মকর্তা, সরকারি/ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অনগ্রসর জনগোষ্ঠীসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করে।
সোমবার (৯ জানুয়ারি ২০২৩ খ্রি.) দিনব্যাপী পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে অধ্যক্ষ মো. মকছেদুল আলমের সভাপতিত্বে এবং একাডেমিক ইনচার্জ অমল কুমারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, জনশক্তি ও কর্মসংস্থান পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আখলাখ উজ জামান, বাসসের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, পাবনা সরকারি শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক সুবর্ণ সরকার, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মুনজিল হোসেন, জেলা স্কুলের সিনিয়র শিক্ষক কামরুজ্জামান, টিটিসির সিনিয়র ইনসট্রাক্টর মো. হাবিবুর রহমান, মোকলেসুর রহমান, খতিব আব্দুল জাহিদ কলেজের প্রভাষক মতিউর রহমান প্রমূখ।
বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়ন তরান্বিত করতে কারিগরি শিক্ষা বিশেষ ভুমিকা রাখছে। প্রাবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় প্রবাসীদের জন্য এবং দক্ষ জনশক্তি তৈরী করতে ব্যাপক প্রদক্ষেপ গ্রহন করেছে। দক্ষ জনশক্তি বৈদেশিক অর্থ অর্জনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে এবং দেশের ভাবমুর্তি উজ্জ্বল করবে। দক্ষ জনশক্তি তৈরীতে সরকারের প্রদক্ষেপ সমূহ জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে হবে। প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে কারিগরি প্রশিক্ষণের বিকল্প নাই।