পাবনায় পরিবহনে ভাড়া বেশি নেওয়ায় ভ্রাম্যমান অভিযানে জরিমানা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : পাবনায় যাত্রী পরিবহনে বাস ভাড়া বেশি আদায় করায় বাস ও সিএনজি কে ৫১ হাজার টাকার জরিমানা আরোপ ও আদায় করা হয়।

শুক্রবার (৪ এপ্রিল) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে অভিযানে
মাছরাঞা ট্রাভেলস’র টিকিটে মুল্য না লিখে প্রতারণা করায় ১০ হাজার টাকা, সরকার ট্রাভেলস ঢাকা-নারায়ংঞ্জ সড়কের মুল্য তালিকা না রাখায় ২ হাজার, কিংস ট্রাভেলস’র ভাড়া ৬৩০ থেকে ২০ টাকা বেশি ও বকসিস নেওয়ার দায়ে ১০ হাজার টাকা, দুটি সিনজি বেড়া ও কাজিরহাটগামী ঈদ উপলক্ষে বেশি নেওয়ার দায়ে ৪ হাজার টাকা জরিমানা, মহানগর ও রিলাক্স পরিবহন মুল্য তালিকা বাসে না রাখায় ৪ হাজার টাকা জরিমানা, এছাড়া জালালপুর বাকচিপাড়া কাউন্টারে ৬৩০ টাকার ভাড়া ৭০০ টাকা রাখার দুটি কাউন্টারে ২০ হাজার টাকাসহ মোট ৭ টি বাস ও দুটি সিএনজি কে ৫১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বাজার তদারকি কার্যক্রমে আর্মির একটি চৌকস দল উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি জানান, যাত্রীদের ভাড়া বিধি মোতাবেক ও সহনীয় পর্যায়ে রাখতে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *