স্টাফ রিপোর্টার : পহেলা বৈশাখ উপলক্ষে ‘ফুলকুড়ি আসর’ এর উদ্যোগে অনুষ্ঠিত হয় ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা ।
সোমবার (১৪ এপ্রিল) বিকেলে পাবনার মানসিক হাসপাতালের মাঠে এ আয়োজনে আকাশে রঙিন ঘুড়ির নৃত্য দর্শকদের মন কেড়ে নেয়। ঘুড়ি প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রেসক্লাব পাবনার সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লব ও সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু।
শাখার পরিচালক মোঃ খাদেমুল ইসলাম ও শাখার সহকারী পরিচালক অগ্রপথিক আলিফ নুর রুহানের পরিচালনায় উপস্থিত ছিলেন শাখার সাবেক পরিচালক ও উপদেষ্টা রুহুল আমিন রিয়াজী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার উপদেষ্টা সহ সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম খান। দিনব্যাপী এ অনুষ্ঠানে মোট ১৪৭ জন ডেলিগেট অংশগ্রহণ করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর অতিথি ও প্রতিযোগীদের নিয়ে এক স্মরণীয় ফটোসেশনের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের উৎসব আগামী দিনগুলোতেও নিয়মিত আয়োজন করার পরিকল্পনা আছে। ফুলকুঁড়ি গেমস , হাইকিং ও আসর অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।