পাবনায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মানববন্ধন

শেয়ার করুন

শহর প্রতিনিধি : ময়মনসিংহ এর গফরগাও সরকারি কলেজে সন্ত্রাসীদের হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর, ক্যাশ শাখার গুরুত্বপূর্ণ সরকারি দলিল ছিনতাই ও কলেজে কর্মরত অধ্যক্ষসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের উপর লঞ্ছিত করার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রবিবার (১২ জুন) ২০২২ খ্রি. বেলা ১১টায় শহীদ বুলবুল কলেজ ইউনিট পাবনার উদ্যোগে কলেজের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন শহীদ বুলবুল সরকারি কলেজ পাবনা’র অধ্যক্ষ প্রফেসর মো. বাহেজ উদ্দিন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি শহীদ বুলবুল কলেজ ইউনিট পাবনার সভাপতি সহকারী অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম ও সম্পাদক সহকারী অধ্যাপক মো. কায়সার আহম্মেদ।

বক্তাগণ ময়মনসিংহ এর গফরগাও সরকারি কলেজে সন্ত্রাসীদের হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জনান এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় মানববন্ধনে অংশগ্রহন করেন সহযোগী অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক, ড. কিষ্ণেন্দু কুমার পাল, মোছা. কানিজ আখতার জাহান রীতা, মোসা. ইসমাত আরা, বাসুদেব সাহা, মো. জাহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক ফাহমিদা রহমান শম্পা, মো. কামরুজ্জামান, মো. নজরুল ইসলাম, মো. শফিউল আলম, মো. হারুন অর রশিদ, মো. মনছুর রহমান মিলন, মো. খাইরুজ্জামান, ড. মো. মাসুদ রানা, মো. আলাউদ্দিন সরদার, কৃষ্ণ কুমার কর্মকার, মো. সোহাগ হোসেন, মোছা. আজমেরী সুলতানা, মো. মাসুদ রানা, প্রভাষক মো. খাইরুল ইসলাম, মো. আলমগীর হোসেন, মো. রিয়াজুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, মো. নাজমুল হক, মো. আব্দুল আলিম, মোছা. রুমানা সুলতানা, মো. আসিফুজ্জামান, উত্তম কুমার রায়, মো. সুলতান মিয়া, আব্দুল লতিফ মিয়া, আর এম ইমতিয়াজ আলম, প্রদর্শক মো. তারিকুল ইসলাম, মো. গিয়াস উদ্দিন ও মো. আবু বকর সিদ্দিকী।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *