পাবনা প্রতিনিধি : পাবনায় বড় বাজারে জেলা প্রশাসনের উদ্যোগে ভেজাল বিরোধী ও বাজার তদারকীমূলক ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (০৩’ জানুয়ারী) বেলা ১১টার দিকে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফরোজা আখতার, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, সিনিয়র জেলা বাজার কর্মকর্তা রবিউল ইসলাম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারি পরিচালক জহিরুল ইসলাম, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মাহবুব আলম, বিশিষ্ট শিক্ষাবিদ এ কে মির্জা শহিদুল ইসলাম, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাট্রিজ পরিচালক মেরাজুল ইসলাম, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যুগ্ম-সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভি’র স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, জেলা কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি, কাঁচা বাজার সমিতি পাবনার সভাপতি আব্দুল গফুর, জেলা রেস্তরা মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাচ্চু প্রমুখ।
এ সময় অভিযানে বড় বাজারের মধ্যে মাংসের পরিমাপ ও মুল্য বিষয়ে তদারকি, সড়কের উপরে বসানো ফুটপাত দখলকারী স্থাপনা উচ্ছেদ, পণ্য সামগ্রীর মেয়াদ পরিক্ষাসহ যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। শেষে জব্দকৃত যৌন উত্তেজক সিরাপ পুড়িয়ে ধ্বংস করা হয়।
পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফরোজা আখতার অভিযান বিষয়ে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।