পাবনা প্রতিনিধি : পাবনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার মঙ্গলবার (১২’অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা। তিনি বলেন ভোক্তাদের সবাই সতর্ক ও সচেতন থেকে পণ্য ক্রয় করতে হবে। শুধু অধিদপ্তরের একার পক্ষে সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ভেজাল ও নি¤œমানের পন্য সামগ্রী ব্যাপারে নিজে সতর্ক হউন এবং অন্যকে সতর্ক হতে উৎসাহিত করুন। বিশেষ করে অনলাইনের ব্যাপারে ভালভাবে জেনে বুঝে পণ্য ক্রয়-বিক্রয় করুন। প্রতারনা থেকে নিজে বাঁচুন অন্যকে বাঁচতে সাহায্য করুন।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ভোক্তা-অধিকার অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী। সঞ্চালনা করেন অধিদপ্তরের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আল মামুন হোসেন, জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (গবেষণাগার) প্রনব কুমার প্রামানিক, গণমাধ্যম কর্মি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন পাবনা চেম্বার অব কমার্স, হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতি, ইটভাটা মালিক সমিতি, ড্রাগিস্ট এসোসিয়েশন, সার ব্যবসায়ী সমিতি, পেট্রোল পাম্প মালিক সমিতি, চাল মিল মালিক সমিতি সমূহের নের্তৃবৃন্দ ও প্রতিনিধিগণ।