পাবনা প্রতিনিধি : পাবনায় শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ বাস্তবায়ন বিষয়ক সেমিনার ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১২ জুলাই ২০২৩ খ্রি.) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা এবং কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার আয়োজন ও শহিদ বুলবুল সরকারি কলেজ’র সহযোগিতা এই সেমিনার হয়।
শহীদ বুলবুল সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন শহীদ বুলবুল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.বাহেজ উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান আলোচকের আলোচনা করেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি ও কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার সভাপতি এবিএম ফজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা নিরাপদ খাদ্য অফিসার মো.শাকিলুজ্জামান, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম প্রমুখ।