পাবনায় ভোক্তা অভিযানে শাহজাদপুর ট্রাভেলসকে ৬ হাজার টাকা জরিমানা

শেয়ার করুন

শহর প্রতিনিধি : বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের ক্ষমতাবলে পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের পাবনা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো. জহিরুল ইসলামের নেতৃ‌ত্বে তদারকি কার্যক্রম প‌রিচালনা করা হ‌য়।

পাবনা থেকে ঢাকার বিআরটিএ নির্ধারিত ভাড়া ৫৪৬ টাকা হলেও শাহজাদপুর ট্রাভেলস নামক পরিবহনের প্রতিষ্ঠানটি ভোক্তাদের কাছ থেকে ৬৫০ টাকা করে অতিরিক্ত ভাড়া আদায় করছিলো। বুধবার (১৩ জুলাই) ২০২২ খ্রি. তদারকি কার্যক্রমে অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে অবস্থিত শাহজাদপুর ট্রাভেলসকে ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো মাহমুদ আলম এবং পাবনা পুলিশ লাইন ও সদর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *