পাবনায় ভ্রাম্যমান অভিযান ১ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা

শেয়ার করুন

পাবনা প্রতিনিধি : পবিত্র রমজান মাসকে সামনে রেখে পোশাকের মুল্য বেশি রাখায় পাবনা শহরের অভিজাত বিপণী বিতান ও সরকারি নিয়ম নীতি উপক্ষো করে খাবার স্যালাইন তৈরির অপরাধে বিসিক শিল্প নগরী এলাকাতে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিসিকের মধ্যে অবস্থিত দুটি অনুমোদনহীন খাবার স্যালাইন কম্পানিকে দেড় লক্ষ টাকা আর্থিক জরিমানা আরোপ ও আদায় করেন। দিনব্যাপী এই অভিযানে চারটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৭৫ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১০ এপ্রিল-২০২৩ খ্রি.) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহামুদুল হাসান রনি। অভিযানে সহযোগিতা করেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার সাধারন সম্পাদক এস এম মাহাবুব আলম ও যুগ্ন সম্পাদক শফিক আল কামাল সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা।

অভিযানে বিসিক শিল্পনগরি এলাকার অনুমদহীন জমজম স্যালাইন কোম্পানীকে ৫০ হাজার ও ন্যাচারাল ফুড ইন্ডাস্ট্রিজ কোম্পানীকে ১ লক্ষ টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়। এছাড়া শহরের লতিফ টাওয়ার সুপার মার্কেটের কাশমেরী রেস্ট্ররেন্টকে অনুমদনহীন দই ব্যবহার করায় ১০ হাজার, একই শপিং মলের দুবাই মলকে আমাদানী বিহীন কসমেটিক্স ও বেশি মূল্যে পোষাক বিক্রি করায় ১৫ হাজার টাকা জরিমানা আরপ করে ভোক্তা অধিকার।

এ সময় শহরের গুরুত্বপূর্ন নিউমার্কেট, বড় বড়বার, সেঞ্চুরী প্লাজা, এ আর প্লাজা শপিংমল গুলোতে ঈদের পণ্য সামগ্রীর বিক্রির দাম যাচাই বাছাই করেন তারা। পরে শহরের প্রধান পয়েন্টেগুলোতে হাত মাইক দিয়ে বিক্রেতাদের পণ্যের ক্রয়কৃত ভাউচার নিজেদের কাছে রাখাসহ অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি থেকে বিরত থাকার আহবান জানানো হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *