পাবনা প্রতিনিধি : ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি ও র্যাব পাবনা ক্যাম্পের যৌথ উদ্যোগে ভেজাল বিরোধী ভ্রাম্যমান অভিযান পরিচালিত হয়।
বৃহস্পাতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে ভ্রাম্যমান অভিযানে পাবনা শহরের বড় বাজারে বোতলজাত তেলের কারসাজি এবং পামওয়েলের নিম্নমানের জন্য বড় বাজারে অবস্থিত মুকুল স্টোর, রাজা স্টোর এবং উত্তম কুমার কুন্ডু কে ১৫ হাজার করে তিনটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও খুচড়া দোকানদারদেরকে জিম্মি করে তেলের পাশাপাশি চিনিগুড়া চাউল বিক্রির অপরাধে রুপচাদার ডিলার মিটি ট্রেডার্স কে ২০ হাজার টাকা জারিমানা আরোপ ও আদায় করা হয়। এতে অভিযানগুলোতে সর্বমোট ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে বলা হয় জনসার্থে এ ধরনের ভেজাল বিরোধী অভিযান অব্যহত থাকবে।