স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে পাবনায় দ্রব্যমুল্য ও ভেজাল নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে ১ লক্ষ ১১ হাজার জরিমানা আরোপ ও আদায় করা হয়।
সোমবার (১৭ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে পাবনা সদর, সাথিয়া ও বেড়া উপজেলায় অভিযানে বোতলজাত সয়াবিন তেলের দাম বেশি রাখার অপরাধে সিএনবি বাজার সান্নাউল্লাহ কে ১০ হাজার টাকা, বিসমিল্লাহ স্টোর কে মুল্য তালিকা না রাখা, ভাউচার না রাখা, বেশি দামে বোতলজাত তেল বিক্রির অপরাধে ২০ হাজার টাকা, শামিম স্টোর একই বাজারে মুল্য তালিকা ও ভাউচার না রাখার অপরাধে ৫ হাজার টাকা, মানিক স্টোরকে একই অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বেড়া বাজারে তরমুজের আড়তে মুল্য তালিকা না রাখায় সবুজ ও সোহান ফল ভান্ডারকে ১২ হাজার টাকা, সাথিয়া উপজেলার কাশিনাথপুর বাজারে রমজান লাচ্ছা সেমাইকে অস্বস্থ্যকর পরিবেশের জন্য ১০ হাজার টাকা, লিটন ফল ভান্ডারকে মুল্য তালিকা না রাখায় ১০ হাজার টাকা,সত্য এন্ড সন্সকে তেলের ভাউচার, মুল্য তালিকা না রাখা ও বিদেশি কস্মেটিক বিক্রয়ের জন্য ২০ হাজার টাকা, নজরুল স্টোর বেশি দামে তেল বিক্রয়ের জন্য ১০ হাজার, আদুরি মিস্টান্ন ভান্ডারকে নোংরা পরিবেশে মিস্টি তৈরি করার জন্য ৫ হাজার টাকাসহ তিনটি উপজেলায় মোট ১ লক্ষ ১১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বাজার তদারকি কার্যক্রমে পাবনা পুলিশ লাইনস’র একটি চৌকস দল উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি জানান, বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।