পাবনায় ভ্রাম্যমান অভিযানে ৫৯ হাজার টাকা জরিমানা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : পাবনায় দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে ৫৯ হাজার জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে পাবনা বেশি দামে মেডিসিন বিক্রয়, পিজিশিয়ান স্যম্পল রাখার অপরাধে শেফা ফার্মেসিকে ২০ হাজার টাকা, বিশ্বাস ফার্মেসিকে ১০ হাজার টাকা, তামিম ড্রাগ হাউজকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছড়াও শহরের মার্কেটে লাল টিপে জামার মুল্য দেখাতে না পারায় ৩ হাজার টাকা, সোনার পরি দোকানকে বেশি দামে জামা কাপড় বিক্রয়ে ১০ হাজার টাকা, আমদানি বিহীন কস্মেটিক বিক্রয়ের জন্য ৫ হাজার টাকা ও মুরগীর দোকানে দাম বেশি রাখার জন্য ১ হাজার টাকা সহ মোট ৫৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বাজার তদারকি কার্যক্রমে ক্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মাহবুব আলম, র‍্যাবের চৌকস দল ও পুলিশ লাইনস’র একটি চৌকস দল উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি জানান, বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *