স্টাফ রিপোর্টার : পাবনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে শ্যামলী ফুডকে ৬০ হাজার জরিমানা আরোপ ও আদায় করা হয়।
শনিবার (২২ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে নোংরা পরিবেশে সেমাই তৈরি ও অবৈধভাবে আইস ললি তৈরি এবং অনুমোদন না থাকায় পাবনা সদর রামানন্দপুর শ্যামলী ফুডকে ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বাজার তদারকি কার্যক্রমে ক্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মাহবুব আলম ও পুলিশ লাইনস’র একটি চৌকস দল উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি জানান, ভেজাল বিরোধী কার্যক্রমে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।