পাবনায় মাদক দ্রব্যের পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন

শেয়ার করুন

সংবাদদাতা : ‍”মানুষই মুখ্য, মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন” এ প্রতিপাদ্য নিয়ে পাবনায় মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়।

এ উপলক্ষে রবিবার (৩০ জুলাই-২০২৩ খ্রি.) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসক মু: আসাদুজ্জামানের নেতৃত্বে একটি র্যালি বের হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মো. রাকিবুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: শরীফ আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আব্দুল্লাহ আল মামুন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মাহফুজা সুলতানা সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *