শহিদুল ইসলাম রিজু : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর’র যৌথ উদ্যোগে পাবনায় দুই দিনব্যাপী মাদক বিরোধী ফুটবল ও ভলিবল টুর্ণামেন্ট-২০২১’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২২’ অক্টোবর) বিকেলে পাবনা শহীদ এ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রতিযোগিতার উদ্বোধন করেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিমুল আখতার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ও জেলা শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দিন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের উপ-পরিচালক মো. মানজুরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহীদুল হক মানিক, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ, ভলিবল এসোসিয়েশনের আহবায়ক খন্দকার ইদ্রিস আলী, যুগ্ন-সম্পাদক মো. রাশেদ হোসেন ফারুক, ফুটবল এসোসিয়েশনের মোহাম্মদ আলী জিন্নাহ, শামসুল আলম, মাহবুবুর রহমান বাচ্চু, মো. শরিফুল হোসেন হাজী শরিফ, গৌতম সরকার গোড়া, আখতারুজ্জামান জর্জ, রিজভি আহম্মেদ রেজাসহ বিপুল সংখ্যক দর্শক।
উদ্বোধনী খেলায় ফুটবল ২টি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় আটঘরিয়া উপজেলা দল পাবনা সদর উপজেলা দলকে ২-১ পরাজিত করে। পরে ঈশ্বরদী ২-০ গোলে সুজানগর উপজেলা দলকে পরাজিত করে। অপর খেলা ভলিবল কয়রাবাড়ী আলোড়ণ সংঘ বনাম পাবনা জেলা পুলিশ দলের মধ্যে অনুষ্ঠিতহয়।