শহর প্রতিনিধি : সেবা সুনাগরিকত্ব ও বন্ধুত্ব এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব পাবনা’র ৭ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৯ নভেম্বর ২০২৪ খ্রি.) সন্ধ্যা সাড়ে ৭টায় পুলিশ লাইনস সংলগ্ন কাচ্চি ভাই রেস্টুরেন্টে ২০২৪বর্ষের প্রেসিডেন্ট এপেক্সিয়ান জামিল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শরু করা হয়। এরপর পর্যায়ক্রমে জাতীয় সংগীত, আদর্শ পাঠ, ইনোভেশন, আত্ব ও অতিথি পরিচিতি, শুভেচ্ছা বিনিময় ও দূঃখ প্রকাশ ও বার্ষিক ক্লাব প্রতিবেদন পেশ করা হয়।
সভায় ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী ২০২৫ বর্ষের এপেক্স ক্লাব অব পাবনার ১১ সদস্যের নতুন বোর্ড গঠন করা হয়। নব গঠিত বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হয় এপেক্সিয়ান কামরুন্নাহার লুনা এবং সেক্রেটারী এন্ড ডিএনএ ডিরেক্টর এপেক্সিয়ান আব্দুর রহমান সুমন। এছাড়াও বোর্ডের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট এপেক্সিয়ান মাহববুল আলম ফারুক, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এ্যাড. ফাহিমা সুলতানা রেখা, আইপিপি এন্ড এক্সপানশন ডিরেক্টর এপেক্সিয়ান জামিল হোসেন, ট্রেজারার এপেক্সিয়ান তাহমিনা খান, সার্ভিস ডিরেক্টর আনোয়ার হোসেন বাবু, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপেক্সিয়ান শফিক আল কামাল, মেম্বারশিপ এন্ড এটেইন্ডেন্ট ডিরেক্টর এপেক্সিয়ান আসাদুজ্জামান মাসুদ, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপেক্সিয়ান ডাঃ মঞ্জুর এলাহী ও সার্জেন্ট এ্যাট আর্মস এপেক্সিয়ান সাঈদ উল ইসলাম নির্বাচিত হয়।
এছাড়াও অনুষ্ঠানে সেবা কার্যক্রম, আর্থিক কার্যক্রম, ক্লাব ডিউজ আদায়, যোগাযোগ ও আমন্ত্রন, স্কুলিং কার্যক্রমসহ বিবিধ বিষয়ে আলোচনা হয়। ক্লাবের সদস্যদের উপস্থিতিতে একটি প্রানবন্ত অনুষ্ঠানের আয়োজনের জন্য নব-নির্বাচিত সভাপতি সকলকে ধন্যবাদ জানান।