পাবনায় মানব কল্যাণ ট্রাস্টে এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

শেয়ার করুন

পাবনা প্রতিনিধি : পাবনায় দৃষ্টিপ্রতিবন্ধী, অসহায়, এতিম, দুস্থ ও দরিদ্রদের বিনা খরচে শিক্ষা, চিকিৎসা, থাকা ও খাওয়ার অন্যতম প্রতিষ্ঠান মানব কল্যাণ ট্রাস্ট সিংগার চারতলা বিশিষ্ট এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে

শনিবার (৩০ নভেম্বর ২০২৪ খ্রি.) বেলা সাড়ে ১০ টায় ট্রাস্ট মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই টার্স পদ্ধতির কোরআন পড়ে তেলাওয়াত করে প্রতিষ্ঠানের দৃষ্ঠিপ্রতিবন্ধী শিক্ষার্থী আব্দুল্লাহ আল মারুফ।

ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অবসরপ্রাপ্ত অধ্যাপক আলহাজ্ব মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে ট্রাস্টের সার্বিক দিক তুলে ধরে স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান, পাবনা কলেজের গণিতের সহকারী অধ্যাপক আলহাজ্ব ডক্টর মোঃ আলমগীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্য দেন, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, মাহাতাব রিয়েল এস্টেটের চেয়ারম্যান ও পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, অষ্ট্রেলিয়ার পার্থের কারটিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও এসডিজি বাংলাদেশ চ্যাপ্টারের ন্যাশনাল কো-অর্ডিনেটর ডক্টর মোঃ আমজাদ হোসেন, কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব ডা. ইফতেখার মাহমুদ, বিশিষ্ট চিকিৎসক ডা. আব্দুল বাতেন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম, ইছামতি কোল্ড স্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ সাবের আলী, গুলনাহার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শামীম আকতার শিলু, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আনোয়ারুল ইসলাম ও সাবেক ব্যাংকার কাজী ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জামেয়া আশরাফিয়ার পাবনার শাইখে বুখারী ও চাপাবিবি ওয়াকর্ফ এস্টেট মসজিদ কমপ্লেক্সের খতিব হাফেজ মাওলানা মুফতি ড. আব্দুল্লাহ আল মামুন ক্বাসিমী। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন হাফেজ মাওলানা আব্দুল মালেক।

ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবুল হোসেন বলেন, এতিমখানার জন্য একটি বহুতল ভবন নির্মাণ করার ইচ্ছে ছিল দীর্ঘদিনের। দীর্ঘদিন ধরেই বিভিন্ন দ্বারে, পরিচিত জন ও আমার দেশ বিদেশে থাকা শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে আসছিলাম। আজ চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পেরে সত্যিই আনন্দিত। তিনি বলেন, এই ভবন নির্মাণ করতে কমপক্ষে ৩ কোটি টাকার প্রয়োজন। ইতোমধ্যে রহিম গ্রুপের রহিম স্টীল মিলস লিমিটেড ঢাকা ২০ লক্ষ টাকা দান করে কাজটি শুরু করে দেয়ার সুযোগ দিয়েছেন। তারা আরও সহায়তা করতেন। মাহাতাব বিশ্বাস, বেশ কয়েকজন আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। আমি এতিমদের জন্য এটি সম্পন্ন করে রেখে যেতে চাই। এ জন্য সমাজের বিত্তবান ও দানশীলদের দান বিশেষ প্রয়োজন। তারা অবশ্যই এগিয়ে আসবেন এমন প্রত্যাশা রাখি।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *